আইনজীবী-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে দেশের সব বারে প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক

আরটিএনএন

ঢাকা: সুপ্রিম কোর্ট বারে একতরফা নির্বাচন ও আইনজীবী-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে রোববার দেশের সকল বারে বিএনপি সমার্থক আইনজীবীরা প্রতিবাদ সমাবেশ করবে।

শুক্রবার (১৭ মার্চ) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া রোববার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সেখানে সিনিয়র আইনজীবী ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

এরপর আগামী সোমবার (২০ মার্চ) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এ ঘটনার প্রতিবাদে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এ কর্মসূচি সফল করার জন্য সারাদেশের সকল আইনজীবীর প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে পুলিশ শতাধিক আইনজীবীকে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ও এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়। একইসাথে পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদেরকে ব্যাপক লাঠিপেটা করে গুরুতর আহত করা হয়।