ফায়ার সার্ভিস ভবনে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

আরটিএনএন

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের ভবনে হামলা চালিয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোদিকে ফায়ার সার্ভিসের ভবনে এই হামলার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম জানিয়েছেন, কিছু উচ্ছৃঙ্খল মানুষ এসে হামলা করেছে। তারা ফায়ার সার্ভিসের ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে এবং ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস ভবনের ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, আজ সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা-বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।