শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
চট্টগ্রাম: ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সফল অভিযানের পর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে, পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তি মাহাদি (২৬) নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে আহত অবস্থায় সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল মাহাদি। সব যাত্রী, ক্রু ও পাইলটরা নিরাপদে বিমান থেকে নেমে গেছেন।
সেনাবাহিনীর স্পেশাল ফোর্স বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যায়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
কী উদ্দেশ্যে এবং কেন এই ছিনতাইয়ের চেষ্টা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও পাইলটের সাথে কথপোকথনের সময় ছিনতাইকারী ব্যক্তি প্রধানমন্ত্রী ও পরিবারের সাথে কথা বলতে চেয়েছিল বলে জানা যায়।
বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য এবং জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল। তিনি গণমাধ্যমকে জানান, বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছিল।
তিনি জানান, অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হচ্ছিলেন ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা।
ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।
এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। বিমানটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে বিমান সচিব জানিয়েছিলেন, সব যাত্রীদের নামিয়ে আনলেও বিমানের ভেতরে একজন যাত্রী ও একজন ক্রু রয়েছেন। তবে তাদেরকেও নিরাপদে নামিয়ে আনা হয়েছে।