আরসা সন্ত্রাসীদের গুলিতে কিশোর নিহত
নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে উখিয়া বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম মোহাম্মদ ইউছুফ। সে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকের হামিদ হোসাইনের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকের পিএইচডি হাসপাতালের সামনে রাস্তার ওপর মোহাম্মদ ইউছুফসহ কয়েকজন শিশু-কিশোর আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে একদল দুর্বৃত্ত ইউছুফকে মারধর ও উপর্যুপরি কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।