উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে
নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
নীলফামারী: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২৫ আগস্ট) ভোর থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বাড়তে থাকে। সকাল ৯টায় বিপৎসীমা বরাবর পানি প্রবাহিত হলেও দুপুর ১২টার দিকে তা তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৬টায় তিস্তার পানি ৫২ দশমিক ১২, সকাল ৯টায় ৫২ দশমিক ১৫ এবং দুপুর ১২ টায় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫)।
এদিকে পানির গতি নিয়ন্ত্রণ রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো: আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি ভোর থেকে বাড়তে শুরু করে এবং দুপুর ১২টায় বিপৎসীমা অতিক্রম করে।