ইসলাম গ্রহণের নয় দিন পর ক্যান্সারে আক্রান্ত মার্কিন নারীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

আরটিএনএন

ওয়াশিংটন: মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত কুয়েতে বসবাসরত যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ইসলাম ধর্ম গ্রহণের নয় দিন পর মৃত্যু বরণ করেছেন।

৬০ বছর বয়সী সারান্ড সাইমোনা নামের মার্কিন যুক্তরাষ্ট্রের এই নারী চলতি বছরের জুন মাসের ১০ তারিখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর পূর্বে তার স্বামী জন লরিস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

কুয়েতের বার্তা সংস্থা ‘Al-Rai’ এবং ‘Erem News’ এর বরাত দিয়ে এমন সংবাদ পাওয়া গিয়েছে।

সারান্ড সাইমোনা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ‘Camp Arifjan’ এ কর্মরত ছিলেন। তিনি মৃত্যুর নয় দিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এ সম্পর্কিত সনদ পত্র পান।

কুয়েতের ‘Sulaibikhat Cemetery’ তে তার শেষ কৃত্য অনুষ্ঠানে হৃদয় বিদারক পরিস্থিতির অবতারণা হয়। কুয়েতে তার স্বামী ব্যতীত আর কোনো নিকট আত্মীয় নেই। ফলে তিনিই সারান্ডা সাইমোনার শেষ কৃত্য অনুষ্ঠানের যাবতীয় কাজ সম্পন্ন করেন এবং তার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ কারী সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সূত্র: খালিজটাইমস ডট কম।