‘আমেরিকান টেলিভিশনে হিজাব পরে উপস্থাপিকা সংবাদ পাঠ করছে এমনটি কখনো দেখিনি’


নূর তাগোরি: আমি দেয়ালে ঝুলানো আয়নায় নিজের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম যে আয়নাটি একসময় আমার বাবা মা ব্যবহার করত। আয়নাটির চার পাশে কালো মার্বেল এবং সোনালি রঙের ফ্রেম রয়েছে।

আয়নায় আমার ১৫ বছর বয়সের প্রতিচ্ছবি দেখতে পাই একই সাথে সেখানে আমার মায়ের তরুণ বয়সের দৃশ্যপট এবং আমার পিতার বাদামী চোখ জোড়া আবিষ্কার করি।

যখন আমি আমার মাথা ঢেকে রাখি তখন আমার মুখমণ্ডলের মধ্যে একই সাথে আমার পিতা মাতার প্রতিচ্ছবি ফুটে উঠে। এভাবেই ধীরে ধীরে আমি আমার বাদামী চোখ জোড়াকে ভালবাসতে শুরু করি।

আমি এ পর্যন্ত আসতে পারবো এবং এরকম একটি সিদ্ধান্ত নিতে পারবো তা কখনো চিন্তা করিনি। আমেরিকান টেলিভিশনে মাথায় হিজাব পরিধান করে কোনো উপস্থাপিকা সংবাদ পাঠ করছে এমনটি আমি কখনো দেখিনি।

ঠিক কোন কারণটি আমাকে ভিন্ন করেছে। শৈশবে আমি একজন সাংবাদিক হতে চাইতাম এবং আমি আমার শৈশবের স্বপ্নকে কখনো ঝুঁকির মুখে পড়তে দিই নি।

হিজাব পরিধান করার জন্য আমার পিতা মাতা কখনো আমার প্রতি জোর করেন নি কারণ আমার কাছে হিজাব পরিধান করাটা ব্যক্তিগত পছন্দের বিষয় এবং হিজাব পরিধান করে আমি টেলিভিশনে প্রতিবেদন পাঠ করবো এমনটিই ছিল আমার স্বপ্ন।

টেলিভিশনে আশা আমার জন্য ভিন্নতর কিছু ছিলনা। সৌন্দর্য সম্পর্কে আমার যা ধারণা তা আমি গণমাধ্যমের কল্যাণেই পেয়েছি। আমি বিশ্বাস করতাম আমাকে ঠিক তাদের মত হতে হবে যাদের কে আমি টেলিভিশনে দেখতে পেতাম। বৈচিত্র্যের অভাবে আমি এর চাইতে ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতে পারে তা জানতাম না।

সম্প্রতি একজন শ্বেতাঙ্গ বাদী সন্ত্রাসী নিউজিল্যান্ডের দুটো মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসলিমকে হত্যা করেছে। সন্ত্রাসী টি আল-নূর মসজিদে প্রবেশ করে প্রথম যে শব্দটি শুনতে পেয়েছিল তা হচ্ছে- ‘হে ভাই।’ আমাদের মুসলিম সমাজ এভাবেই সকলকে ভাই এবং বোনের দৃষ্টিতে দেখে।

লোকজন যা জানে না সে সম্পর্কে ভয় পায়

আপনি যদি প্রান্তিক সমাজের কোনো ব্যক্তি হয়ে থাকেন তবে আপনি সম্ভবত অনেক সময় বৈচিত্র্যপূর্ণ কোটা সম্বলিত ফরম পূরণ করে থাকেন। আর যদি আপনি প্রান্তিক সমাজের কেউ না হন তবে আমি আপনাকে বলতে চাই যে, আপনি যেখানে এসেছেন সেখানকার সিদ্ধান্ত যারা নেয় তাদের দিকে তাকিয়ে দেখুন।

তাদের কে দেখতে কেমন মনে হয়? আপনি কি সেখানে একজন বা দুজন সংখ্যালঘু দেখতে পান? এই বিষয়টি এমন একটি ব্যাপার যা আমি প্রায় প্রত্যেক স্থানে খুঁজে পাই।

সৌন্দর্য, নিশ্চয়তা এবং সমাজের উদ্দেশ্য যা আমাদের সমাজের সাংস্কৃতিক উন্নয়নের মধ্যে নিহিত থাকে। প্রকৃতি গত ভাবেই আমরা মনে করি বৈচিত্র্য হচ্ছে শক্তি কিন্তু আমরা এখনো এই সত্যের মর্ম উপলব্ধি করতে পারি নি।

আমাদের অবয়ব, ফ্যাশন, আমাদের চিন্তা চেতনা, আমাদের বিশ্বাস এমনকি আমাদের সুখ দুখের কষ্টকর স্মৃতি সমূহ ইত্যাদি আমাদের আরো শক্তিশালী করে। আমাদের সকলেই অন্যদের সাথে একটি অতি সাধারণ বিষয় ভাগাভাগি করি আর তা হচ্ছে আমাদের জীবন।

আমি যখন ‘Sold in America: Inside Our Nation’s Sex Trade’ শিরোনামে আমার একটি তথ্যচিত্র নিয়ে কাজ শুরু করি তখন আমি একজন যৌন কর্মীর সাক্ষাতকার নিই। সে আমাকে জানিয়েছিল যে, সে একটি অনুচ্ছেদ লিখেছিল এবং সেখানে সে নিজেকে যে সকল মুসলিম নারী হিজাব পরিধান করে তাদের সাথে মিলিয়েছিল।

আমরা কি পরিধান করবো আর কি পরিধান করবো না লোকজন সবসময় তা নিয়ে আমাদের উপর কর্তৃত্ব করতে চায়। আর এভাবেই যৌন কর্মই গণ এবং জোর পূর্বক হিজাব পরিধান কারী গণ একই ভাবেই বৈষম্যের শিকার হয়ে থাকে।

কিন্তু এসকল সংযোগ হারিয়ে যায় যখন আমাদের গল্প সমূহ এমন কারো দ্বারা চিত্রায়িত হয় যার আমাদের সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই নেই।

এটি সেই একই ধারণা যা আমরা নিজেদের জন্য ঠিক করে রেখেছি। সৌন্দর্যের সংজ্ঞা কি? ক্ষমতায়ন বলতে কি বোঝায়? আর আমরা তখন কি করবো যখন আমরা উপরে উল্লেখিত কোনো কিছুর সাথে নিজেদের মিল খুঁজে পাবনা?

এর উত্তর উপরে বর্ণিত আলোচনার মধ্যেই নিহিত রয়েছে।

আমাদের কে অবশ্যই এরকম ধারণার অবসান ঘটাতে হবে। যে বা যারা আমাদের গ্রহণ করে নিতে পারে না এবং আমাদের ক্ষমতায়ন অস্বীকার করে তাদের কে অনেক দূরে ছুঁড়ে মারুন।

যেসকল লোকজন জয়ী হবার যোগ্য এবং যাকে নিয়ে উৎসব করা হবার কথা তারা আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু তাদের প্রতি দৃষ্টি নিবন্ধ করা হয় না এবং তাদের কাজ সমূহ অন্যের নিজেদের বলে দাবী করে।

এভাবেই আমরা এর মূল্য দিয়ে থাকি। এখন সময় হচ্ছে এসব মানুষদের নিয়ে গবেষণা করার। সুতরাং ভয় কাটিয়ে উঠুন এবং আপনার কৌতূহল বৃদ্ধি করুন। যোগ্যদের সাথে বসুন এবং তাদের কথা শুনুন আর তাদের নিকট থেকে শিক্ষা লাভ করুন।

তারা হয়ত আমাদের চাইতে ভিন্ন ভাবে আচরণ করতে পারে কিন্তু জীবন যদি আপনাকে নতুন নতুন পথের সন্ধান দেয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে তবে বিশ্বাস করুন এর মধ্যেই মানবতা জয় হবে।

সৌন্দর্য হচ্ছে আমাদের মনে এবং ভিন্ন কিছুকে গ্রহণ করে নেয়ার মাধ্যমেই তা উদ্ভাসিত হয়। সৌন্দর্য অপরিমেয় একটি বিষয়। আপনি তখনই তা অনুভব করতে পারবেন যখন আপনার মন উদার হবে এবং আপনি এর অস্তিত্ব কে স্বীকার করে নিবেন।

সাধারণ মিল সমূহের মধ্যে সেতুবন্ধন রচনা করুন এবং তা তৈরী করতে থাকুন কারণ আমার হিজাব আপনাকে ভীত করে, দ্বিধা গ্রস্ত করে অথবা অস্বস্তিতে পেলে এমনটি বলার পূর্বে আপনাকে মনে রাখতে হবে আজ সকালে আপনি আপনার চুলে যে ফ্যাশন ধারণ করেছেন ঠিক তেমনি ভাবে আমিও আমার চুলে আমার ফ্যাশন হিজাব ধারণ করেছি।

সূত্র: যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম নারী সাংবাদিক নূর তাগোরির কলাম থেকে।