৯/১১ হামলা আমাকে ইসলাম সম্পর্কে আগ্রহী করে তোলে: ধর্মান্তরিত জাপানী নারী
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
টোকিও: ইসলাম গ্রহণ কারী একজন জাপানিজ নারী জানিয়েছেন যে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর তিনি ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
২৭ তম Tehran International Quran Exhibition এ অংশ নিয়ে ফাতেমা হুশিনো নামের এই নারী বলেন, ৯/১১ আক্রমণের পর গণমাধ্যম সমূহ ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো শুরু করে।
আর এসব প্রোপাগান্ডামূলক সংবাদ দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তার ইসলাম সম্পর্কে অধ্যয়ন করা জরুরি এবং ধর্ম টি সম্পর্কে সত্য জানা প্রয়োজন।
তিনি বলেন, ‘অনেক গবেষণার পর আমি বুঝতে পারলাম যে, গণমাধ্যম সমূহ মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। যদিও আমার একজন চাচা খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ফলে আমি বাইবেল সম্পর্কে পরিচিত ছিলাম এবং পবিত্র কুরআনের সাথে তুলনা করার পর আমি জনাতে পারি যে, ইসলামের পবিত্র বই টি আরো অধিক সমন্বিত এবং ব্যাপক।’
ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল এ সম্পর্কে জানতে চাইলে হুশিনো বলেন, প্রথমে তারা আমার সিদ্ধান্তের একেবারেই বিরোধী ছিল এবং আমাকে পুনরায় বুদ্ধ ধর্মে ফিরে আসার জন্য প্রলুব্ধ করেছিল।
তিনি বলেন, ‘বিশেষত তারা আমার হিজাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে আমি তাদের কে বিষয় টি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছিলাম।’
প্রসঙ্গত, ইরানের তেহরান শহরের ইমাম খোমেনি প্রার্থনা কেন্দ্রে ২৭ তম ‘Tehran International Quran Exhibition’ চলমান রয়েছে যার এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘কুরআন, জীবনের অর্থ’। এটি মে মাসের ২৪ তারিখ অবধি চলমান থাকবে।
পবিত্র কুরআন উৎসবে আয়োজিত ‘Rahyaftegan’ নামক অনুষ্ঠানে প্রতি রাতে ধর্মান্তরিত মুসলিমরা ইসলাম ধর্মে তাদের আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করে থাকেন।
সূত্র: iqna.ir