আইইডিসিআরের ৬ কর্মী আক্রান্ত, কোয়ারেন্টাইনে সেব্রিনা ফ্লোরা


নিজস্ব প্রতিবেদক

আরটিএনএন

ঢাকা: বিশ্বজুড়ে মহামারী রোগ করোনাভাইরাস নিয়ে শুরু থেকে কাজ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ৬ কর্মী করোনা দ্বারা আক্রন্ত হয়েছে। এ প্রেক্ষিত স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকছেন প্রতিষ্ঠানের মুখপাত্র ও পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

জানা গেছে, দেশে আজ ৩৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২। দেশে করোনা মহামারি দ্রুতই ছড়িয়ে পড়ছে। এই কাতারে যোগ হয়েছে আইইডিসিআরের ৬কর্মী ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন এই সরকারি প্রতিষ্ঠানটির ৪ টেকনোলজিস্টসহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চারজন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। চার টেকনোলজিস্ট বাদে বাকি দুজনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ।