ভাড়াটে বের করে দেওয়া সেই বাড়িওয়ালি শম্পা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: ঝড়ের রাতে দুই মাসের শিশুসন্তানসহ ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেয়া এবং মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলা সেই বাড়িওয়ালি নূর আক্তার শম্পাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান। এদিন দুপুর ১২টার দিকে শম্পাকে আদালতে হাজির করা হয়।
বিকেল ৩টার পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্র জানিয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাড়িওয়ালি শম্পাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মামলার এজাহার থেকে জানা যায়, গত রবিবার রাতে এক মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় দুই মাসের শিশুসন্তানসহ তিন সন্তান ও বাবা-মাকে মারধর করে পান্থপথের বাসা থেকে বের করে দেন বাড়িওয়ালি শম্পা। ওই সময় বাইরে ঝড়বৃষ্টি হচ্ছিল।
এ ঘটনায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম হোসেন।
মামলা দায়েরের পর র্যাব ও পুলিশ সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়া পরিবারকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও তাতে অস্বীকৃতি জানান বাড়িওয়ালি শম্পা।