নির্বাচন নিয়ে তরুণদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর


নিউজ ডেস্ক

আরটিএনএন

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক নুরুল হক নুর। ইতোমধ্যে তিনি তার দৃঢ়তা বিচক্ষণতার মধ্য দিয়ে পরিণত হয়েছেন জনপ্রিয় ছাত্রনেতায়। অন্যদিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরিণত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও তরুণদের ন্যায়ের পক্ষে কথা বলার সবচেয়ে বড় প্ল্যাটফর্মে।

সাম্প্রতিক সময়ে নির্বাচনকে মাথায় রেখে কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীদের অবস্থান জানার চেষ্টা করে আসছিল রাজনৈতিক নেতারা। তাদের রাজনৈতিক খাতে ব্যবহারের চেষ্টায় আছে বর্তমান ক্ষমতাসীনরা।

শুক্রবার এক ভিডিও বার্তায় এসকল বিষয় নিয়ে মুখ খুলেছেন নুরুল হক নুর। তিনি আন্দোলনকারীদের নির্বাচনকালীন অবস্থান এবং এই নির্বাচনে তরুণদের করণীয় নিয়ে আলোকপাত করেন।

এই ভিডিও বার্তার শুরুতে তিনি তার ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করে দেওয়ার অভিযোগ করেন। যে ‘কুচক্রী’ মহল শুরু থেকেই তাদের কর্মসূচিতে বাঁধা দিয়ে আসছিলো তাদের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। এরপর তিনি বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র থাকলেও তার কোন চর্চা নেই।’

তার স্মৃতি থেকে তিনি পূর্বের নির্বাচনগুলোর কথা বলেন যেখানে সকল পক্ষই উৎসবমুখর পরিবেশে নিজের প্রচারণার কর্মসূচি চালিয়ে যেতে পারতো। বর্তমান নির্বাচন মাঠ নিয়ে তিনি অভিযোগ করেন যে ক্ষমতাসীন পক্ষের প্রচার দেখা গেলেও বিরোধী কোন পক্ষকে এখানে প্রচারের কোন সুযোগ দেয়া হয়নি।

এমতাবস্থায় দেশে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন খুব বেশি। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা করেন তিনি। অন্যান্য দেশ যারা উন্নয়নের নামে গণতন্ত্ররোধ করার চেষ্টা করেছে এবং ধ্বংসের মুখে পড়েছে সে সকল দেশের উদাহরণ টেনে তিনি বলেন ‘এদেশের নির্বাচন সুষ্ঠু না হলে এদেশের মানুষের খুব খারাপ খেসারত দিতে হবে।’