ছাত্রদল-শিবির প্রবেশের আশঙ্কায় আতঙ্কে ঢাবি ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক

আরটিএনএন

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সরব রয়েছে ছাত্রলীগ। তারা এই মূহুর্তে ছাত্রদল-শিবিরের আতঙ্কে আছে বলেও জানা গেছে। তাই যেকোনো মূল্যে ছাত্রদলের প্রবেশ ঠেকাতে সোচ্চার ছাত্রলীগ। দিন-রাত স্লোগান আর বিভিন্ন কর্মসূচিতে ক্যাম্পাসে সরব তারা। বাড়ি যেতে নিষেধ করা হয়েছে নেতাকর্মীদের।

মধুর ক্যান্টিন আর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিভিন্ন হলের নেতাকর্মীদের সকাল-সন্ধ্যা দেখা যাচ্ছে। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে ছাত্রলীগ। ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।