স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে সর্বদলীয় ছাত্রঐক্য


নিজস্ব প্রতিবেদক

আরটিএনএন

ঢাকা: আওয়ামীলীগের শান্তি সমাবেশে নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের বিচার ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে সর্বদলীয় ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর প্রেসক্লাব চত্বরে সর্বদলীয় ছাত্র ঐক্যের সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

তিনি বলেন, নিরপরাধ নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউলকে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নির্মমভাবে খুন করেছে। খুনের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা জড়িত, তা এখন জাতির কাছে স্পষ্ট। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেশের ছাত্রসমাজ প্রত্যাশিত কোনো পদক্ষেপ দেখেনি। যা ছাত্রসমাজের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। দেশের প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের অধিকার রাখে। হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিবেচনায় না দেখে সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং হাফেজ রেজাউলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় দেশব্যাপী ছাত্রসমাজ গণ-আন্দোলন গড়ে তুলবে।

সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নূর আলম, বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহাম্মেদ শাকিল, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ মিলন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব বি এম আমির জিহাদী, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সদস্যসচিব জামিল সিদ্দিকীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশ থেকে তারা যেকোনো সংকটে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে গ্রেফতার ছাত্রনেতা ও কারাবন্দী আলেমদের মুক্তিও দাবি করেছেন তারা।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন নিরপরাধ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইসলামী সমমনা ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে।