সাকিবের স্পিন জাদুতে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
আরটিএনএন
ঢাকা: টাইগারদের দেয়া বড় রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হোপ- পুরানের ব্যাটে দলীয় অর্ধশত পার করে ক্যারিবীয়রা। সাকিব প্রথম আঘাত করার পর দ্বিতীয় আঘাত ক্যারিবীয়ান শিবিরে। এক ওভারে হিটমেয়ার ও ব্রাভোকে সাজঘরে পাঠিয়ে দেন এই বাঁহাতি টাইগার স্পিনার। রানের খাতা খোলার আগেই ব্রাভোকে আউট করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান। পাওয়েল ৪৬ ও এলেন ০ রানে ব্যাট করছেন। সাকিব একাই এখন পর্যন্ত ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের শিবিরে প্রথম আঘাত করে বাংলাদেশের বোলার আবু হায়দার রনি। তার দ্বিতীয় ওভারের প্রথম বলে এভিন লুইস তুলে মারতে গেলে সীমানার কাছে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। আউট হবার আগে ১ রান করেন লুইস।
কিন্তু টাইগারদের বলের সামনে টিকতে পারেনি সফরকারীরা। সাকিবের বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরে নিকোলেস পুরান।সাকিব মিরাজ ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের চেপে ধরে বাংলাদেশ। সাকিব পুরাণকে আউট করার পর শাই হোপকে ফিরিয়ে দেন মিরাজ।
এর আগে ২০ ওভার শেষে বাংলাদেশ উইন্ডিজকে ২১২ রানের লক্ষ্য দিয়েছে। বাংলাদেশ চার উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে।সিরিজে ১-০ তে এগিয়ে উইন্ডিজ