দারুণ শুরুর পর হঠাৎ টাইগারদের ছন্দপতন


স্পোর্টস ডেস্ক

আরটিএনএন

ঢাকা: উইন্ডিজের দেওয়া কঠিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার ব্যাটসম্যান তামিম ও লিটন। কিন্তু দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে তামিম সাজঘরে ফিরে গেলেও সৌম্যকে সাথে নিয়ে দলীয় ৫০রান পাড় করেন লিটন দাস।

কিন্তু বেশী দূর যেতে পারেনি এই জুটি। দলীয় ৬৫ রানের মাথায় ফ্যাবিয়ান এ্যালেনের বলে কট্রেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঠিক পরের বলে সাকিব সেই কট্রেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৭উইকেটে ৯০ রান। লিটন ও রিয়াদ যথাক্রমে ৪৩ ও ১১ রান করে আউট হয়ে যান।

দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তামিম। আউট হবার আগে তার ব্য্যাট থেকে আসে ৮ রান।

এর আগে, উইন্ডিজ ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়।