পাকিস্তান যাচ্ছে ভারতে, নতুন রঙে বিশ্বকাপ!  


খেলা ডেস্ক

আরটিএনএন

ঢাকা: রঙ হারাচ্ছে না বিশ্বকাপ। সব শঙ্কা দূর করে পাকিস্তানও থাকছে ভারত বিশ্বকাপে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারত ভ্রমণের অনুমতি পেয়েছে তারা। ইতোমধ্যে দেশটির সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সবুজ সঙ্কেত দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েকমাস-জুড়ে নানা তর্ক-বিতর্ক, একাধিক বৈঠক আর আলোচনা শেষে এ সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান সরকার। ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে গেলেও খেলার সাথে রাজনীতি না মেশানোর দৃষ্টিকোণ থেকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

রোববার (৬ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পাকিস্তান বরাবরই বলে এসেছে যে খেলাধুলাকে রাজনীতির সাথে মেশানো উচিত নয়। তাই আসন্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমাদের ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’

এশিয়া কাপে পাকিস্তান সফরে ভারতের দল না পাঠানোর সমালোচনা করে তারা আরো বলে, ‘পাকিস্তান বিশ্বাস করে যে দু’দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক ক্রীড়ার ক্ষেত্রে পড়া উচিত নয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিরই প্রতিচ্ছবি। আর ভারতের অস্থির মনোভাবের একেবারে বিপরীত। ভারত কিন্তু এশিয়া কাপের জন্য তার ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল।’

দল পাঠানোর সিদ্ধান্ত নিলেও নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন পাকিস্তান। বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়, ‘পাকিস্তান তার ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই উদ্বেগ আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরছি। আশা করি, ভারত সফরে পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

সীমান্তের সঙ্ঘাত বারবার প্রভাব ফেলে এই দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কে। দু’দলের দ্বি-পক্ষীয় সিরিজ খেলা তো একেবারে বন্ধ হয়ে আছে, আইসিসির আসরগুলোতেও দেখা যায় নানান টালবাহানা। বিশেষ করে ভারত বরাবরই সরকারের অনুমতি নেই বলে পাকিস্তান সফর করতে চায় না।

এবার একই পথে হাঁটে পিসিবিও। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে পাকিস্তান খেলবে কি-না, এই দায়িত্ব তারাও উঠিয়ে দেয় সরকারের হাতে। ফলে বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেও শঙ্কা ছিল তাদের অংশগ্রহণ নিয়ে। নিজেদের শেষ সিদ্ধান্ত জানাতে পাকিস্তান সরকার গঠন করে এক বিশেষ কমিটি। যাদের মতামতের ওপর ভিত্তি করেই ভারত সফরে যাচ্ছে পাকিস্তান দল।

আগামী ৫ অক্টোবর ভারতে বসবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই আসর। পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে।