মাঠে বসে বিশ্বকাপের খেলা দেখতে যা করতে হবে


খেলা ডেস্ক

আরটিএনএন

ঢাকা: একাধিক পরিবর্তন এনে আজ বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। একই সাথে মাঠে বসে খেলা উপভোগ করতে কবে থেকে মিলবে টিকেট, তাও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। আসন্ন আসরে প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে ২৫ আগস্ট থেকে অনলাইনে টিকেট কিনতে পারবেন সমর্থকরা। যদিও সব ম্যাচের টিকেট একেবারে পাওয়া যাবে না, কিনতে হবে ধাপে ধাপে।

তবে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে আগ্রহীদের নিবন্ধন করতে ১৫ আগস্টের আগে। বিশ্বকাপের নিজস্ব ওয়েবসাইটেই এই সম্পর্কিত তথ্য মিলবে। তবে অনলাইনে টিকিট কিনলেই হবে না, আইসিসি আগেই জানিয়েছে অনলাইনে টিকিট কিনলেও মাঠে প্রবেশের সময় সেই টিকিটের ফটোকপি দেখাতে হবে।

আইসিসির বিবৃতিতে জানা গেছে, ২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলগুলোর প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। তবে ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের যে দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে, শুধুমাত্র সেই ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে।

আর ৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ১ সেপ্টেম্বর ভারতের ধরমশালা, লখনৌ এবং মুম্বাই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচ রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে।

তাছাড়া ৩ সেপ্টেম্বর শুরু হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।