শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ২ রানে জয়ী শ্রীলঙ্কা


খেলা ডেস্ক

আরটিএন এন

ঢাকা: একদিকে শানাকা-ধনঞ্জয়াদের চেহারায় যখন হাফ ছেড়ে বাঁচার আনন্দ, মুখে তৃপ্তির হাসি; তখন অপরদিকে হতাশায় মুষড়ে পড়েছে আফগানরা, স্বপ্নভঙ্গের বেদনার বিষে নীল রশিদ-নাবিরা। এতো কাছে গিয়েও যে তাদের ফিরতে হলো মলিন বদনে৷ ক্রিকেটকে চির অনিশ্চয়তার খেলা, বলা হয় এই জন্যেই!

শেষ ৭ বলে যখন জয়ে জন্য প্রয়োজন ১৫ রান, ১২ উঠে আসলো ৬ বল থেকে। ৩৮তম ওভারের প্রথম বলে শুধু প্রয়োজন ছিল ১ রান। তবে এই সমীকরণটা মেলাতে পারলেন না মুজিবুর রহমান; ক্যাচ উঠিয়ে দিলেন তিনি। সেই সাথে দলকেও যেন উঠিয়ে দিলেন দেশের বিমানে। সুপার ফোরের আর পা রাখা হলো না তাদের।

বাঁচা-মরার লড়াইয়ে আজ লাহোরে মাঠে নেমেছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের সামনেই ছিল সুপাত ফোরে উঠার সম্ভাবনা। যেখানে আগে ব্যাট করে ২৯১ রান করে শ্রীলঙ্কা। সুপার ফোর নিশ্চিত করতে হলে আফগানিস্তানকে এই রান পাড়ি দিতে হতো ৩৭.১ ওভারে। তবে শেষ বলে তিন রানের সমীকরণ মেলাতে না পেরে তা আর হলো না।

সুপার ফোর হাতছাড়া হবার পর জয়ও হাতছাড়া করেছে আফগানিস্তান। ৩ রান তুলতে গিয়ে শেষ ২ উইকেট হারিয়ে হেরে গেছে ২ রানে। বিপরীতে ২ রানের জয় নিয়ে শেষ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করলো শ্রীলঙ্কা।