‘চাপের ভয়ে বার্সেলোনায় যাননি মেসি’
খেলা ডেস্ক
আরটিএনএন
ঢাকা: লিওনেল মেসিকে ভেড়াতে নাছোড়বান্দা ছিল বার্সেলোনা। ব্লাউগ্রানাদের লাগাতার প্রচেষ্টায় আর্জেন্টাইন সুপারস্টারের স্পেনে প্রত্যাবর্তনের সম্ভাবনাও জেগেছিল। তবে শেষ মুহূর্তে বার্সেলোনায় না ফিরে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক কেন লা লিগায় ফিরেননি, সেই কারণ জানালেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
গত মাসে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়ে লিওনেল মেসি বলেছিলেন, প্রতিদ্বন্দ্বিতায় না নেমে ফুটবলকে উপভোগ করতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। যদিও চলতি মাসে মিয়ামিতে যোগ দিয়ে সুর পাল্টান আর্জেন্টাইন সুপারস্টার। বলেন, বরাবরের মতো এমএলএস ক্লাবটির হয়েও সর্বোচ্চ লড়াইটাই করবেন তিনি।
তবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার ভাষ্য, উঁচু স্তরের ফুটবলের চাপের শঙ্কায় বার্সায় না গিয়ে, মিয়ামিতে পাড়ি জমান মেসি। লাপোর্তা বলেন, ‘‘(মেসিকে ভেড়ানোর) খুব কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। ক্লাবের ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ পরিস্থিতি একটি সামলানোর প্রয়োজন ছিল আমাদের। এজন্য সময় লাগছিল।
শেষ পর্যন্ত লা লিগার সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছেও গিয়েছিলাম। তাতে তাকে দলে ভেড়াতে পারতাম।
লাপোর্তা বলেন, ‘কিন্তু প্যারিস থেকে লিও এমন পরিস্থিতির মধ্যে এসেছে, যেখানে তাকে প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হয়েছে। তার বাবা আমাকে বলেছেন যে, এমন একটি জায়গায় সে (মেসি) যেতে চায়, যেখানে চাপ থাকবে না। কিন্তু বার্সায় সেটা সম্ভব নয়, কারণ এখানে ফিরলে তাকে সেই নায়ক হয়েই ফিরতে হতো।’
দুই দশকেরও বেশি সময় বার্সেলোনার জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। তাই অন্য ক্লাবের জার্সি গায়ে আর্জেন্টাইন সুপারস্টারকে অদ্ভুত লাগে বলে জানিয়েছেন লাপোর্তা। তিনি বলেন, ‘(মিয়ামির জার্সিতে মেসিকে দেখা) এটা অদ্ভুত অনুভূতি। মেসিকে আমরা বার্সেলোনার হয়েই চিনি। আমার মনে হয়, বেশিরভাগ সমর্থকও তাকে সেভাবেই দেখে। কারণ তার ক্যারিয়ারের সিংহভাগ বার্সাতেই কেটেছে।’
লাপোর্তা বলেন, ‘তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি এবং তাকে শুভ কামনা জানাই। আমাদের ফুটবলারদের জন্য সবসময় সেরাটাই চাই আমরা। সে বার্সেলোনা এসেছিল ছেলেবেলায়, ১৪ বছর বয়সে। এখানে আমাদের সঙ্গে ২০ বছর কাটিয়েছে। আশা করি, মিয়ামিতেও সে খুব খুশি থাকবে।’
লাপোর্তার মতে, লিওনেল মেসিদের মতো তারকা খেলোয়াড়রা মেজর লীগ সকারের (এমএলএস) উন্নতির সহায়ক হতে পারে। লাপোর্তা বলেন, ‘মিয়ামিতে ব্যাপারটি ভিন্ন। তার জন্য এই লীগ নতুন। ধীরে ধীরে উন্নতি করছে এই লীগ এবং আরো এগিয়ে যেতে মেসি তাদের সহায়তা করতে পারে। সার্জিও বুসকেটস, জর্ডি আলবাও আছে। লুইস সুয়ারেজও যেতে পারে। যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য এটা হবে খুবই আকর্ষণীয়। এজন্যই সে (মেসি) মিয়ামিকে বেছে নিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি।’