আল হিলালেই যাচ্ছেন নেইমার!


খেলা ডেস্ক

আরটিএনএন

ঢাকা: নেইমার পিএসজি ছাড়তে চান, খবরটা পুরনো। শুধু তার নতুন ঠিকানা কোথায় হবে, এই নিয়ে চলছে আলোচনা। যেখানে বরাবরই এগিয়ে ছিল আল হিলাল। মাঝে চেলসি আর বার্সালোনার কথা শোনা গেলেও ফের এগিয়ে সৌদি ক্লাবটি। এরই মাঝে খবর বেরিয়েছে, ‘আল হিলাল থেকে মোটে একধাপ দূরে নেইমার’

এবারের দলবদলের মৌসুমের শুরু থেকেই আলোচনায় আল হিলাল। প্রথমে মেসিকে পেতে কোমর বেঁধে মাঠে নেমেছিল তারা। যদিও মেসিকে না পেয়ে সম্ভাব্য সেরা বিকল্প নেইমারের দিকে হাত বাড়ায় তারা। মাঝে আবার শোনা গিয়েছিল এমবাপ্পেও চাই তাদের। তবে ফের তাদের মন ঘুরেছে নেইমারে।

মেসির অপ্রাপ্তি তারা ঘোঁচাতে চায় নেইমারকে দিয়ে। অবশ্য ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়াতে আল হিলাল যে তদবির চালাচ্ছে, তা পুরনো খবর। তবে এবার শোনা গেল সেই কার্যক্রম নাকি এগিয়েও গেছে অনেকটা।

ইতালির বিখ্যাত সাংবাদিক, দলবদলের বাজারের বিশ্বাসযোগ্য সূত্র ফাব্রিজিও রোমানোর একটি টুইট অন্তত তাই বলে। যেখানে তিনি লেখেন, ‘আল হিলাল নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে। সূত্র জানিয়েছে, প্রস্তাবটা বিশাল অঙ্কের।’

এই সম্পর্কিত আরো একটি টুইটে তিনি লিখেছেন, ‘আলোচনা চলছে। অফিশিয়াল কাগজপত্র নেইমারের আলোচকদের কাছে পাঠানো হয়েছে। নেইমার ও আল হিলালের পরের ধাপের আলোচনা শুরু হয়েছে।’

ফ্রান্সের আরএমসি স্পোর্টসেরও এক সাংবাদিক কথা বলেছেন একই সুরে। তিনি বলেন, ‘নেইমার সৌদি আরবের পরাশক্তি দলের সাথে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।’

অবশ্য এমন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো কয়েকদিন ধরেই। এমনকি মৌসুমের প্রথম ম্যাচে লোরিয়াঁর বিপক্ষে পিএসজির স্কোয়াডেও ছিলেন না নেইমার। পিএসজির প্রাক্‌-মৌসুম প্রস্তুতির এশিয়া সফর থেকে ফিরে নেইমার আনুষ্ঠানিকভাবে ক্লাবকে জানিয়ে দেন, তিনি আর থাকতে চান না পিএসজিতে।