বিশ্বকাপ দলে ফেরার সুযোগ আছে মাহমুদউল্লাহর!


খেলা ডেস্ক

আরটিএনএন

ঢাকা: এশিয়া কাপ দলে ঠাঁই হয়নি, স্বাভাবিকভাবেই বিশ্বকাপে জায়গা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে বিসিবি সভাপতি জন্ম দিলেন নতুন আলোচনার। জানালেন, বিশ্বকাপ ভাবনাতে এখনো আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি নিউজিল্যান্ড সিরিজেই তাকে দলে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকেই বিবেচনার বাইরে মাহমুদউল্লাহ। তবে এখনো হারিয়ে যাননি, আলোচনায় আছেন; বিকল্প দলেও জায়গা পেয়েছেন। এবার সুযোগ মিলতে পারে ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের। যা দিয়ে জায়গা করে নিতে পারেন বিশ্বকাপেও।

মূলত বিশ্বকাপ দল নিয়ে কথা বলতেই আজ গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগে যদিও বলেছিলেন, এশিয়া কাপের দলটাই বিশ্বকাপে যাবে। তবে এবার বদলালেন মতামত। জানালেন, নিউজিল্যান্ড সিরিজের পরই নির্বাচন করবেন বিশ্বকাপ দল।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা মেইন স্কোয়াডটা দেব নিউজিল্যান্ড সিরিজটা দেখে। এখানেও যারা আছে তারা অনেকে সুযোগ পাবে। আমরা আমাদের সেরা সম্ভাব্য স্কোয়াডটাই দেব ২৬ তারিখ (সেপ্টেম্বর)।’

এখনো মাহমুদউল্লাহর দলে ফেরার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরিপ্রবণ বেশি। কাল যেমন দেখেন শান্ত ব্যথা পেল। ব্যথা পেল মিরাজও। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে।’

তিনি যোগ করেন, ‘আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে, তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নেই।’