এবার ভারতে খেলার ঘোষণা নেইমার


খেলা ডেস্ক

আরটিএনএন

ঢাকা: নেইমারের খেলা মাঠে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন ভারতীয়রা। কোনো প্রদর্শনী ম্যাচ নয়, একেবারে প্রতিযোগিতমূলক ম্যাচে ভারতীয় ক্লাবের বিপক্ষেই মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কয়েকদিন আগেই সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। এই ক্লাবের হয়েই ভারতে খেলতে পারেন তিনি।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লীগের এবারের আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ‘ডি’ গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী ভারতীয় ক্লাব মুম্বাই এফসি। একই গ্রুপের বাকি দুই দল ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর নামানগান।

‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। সেক্ষেত্রে আল হিলালকে নিজেদের মাঠে আতিথ্য দিবে মুম্বাই। আবার আল হিলালের মাঠেও খেলবে তারা। আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্বের লড়াই।

ভারত থেকে একটি দলই অংশ নিতে পারে এএফসি চ্যাম্পিয়নস লীগে। গত মৌসুমে সুপার লীগ শিল্ড জিতে সেই জায়গা নিশ্চিত করে মুম্বাই।

মুম্বাইয়ের ঘরের মাঠ মুম্বাই ফুটবল অ্যারেনায় নির্মাণকাজ চলছে। এ কারণে পুনের শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এই তিন ম্যাচ খেলবে তারা। আপাতত চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার। আল হিলাল কোচের আশা অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন তিনি। সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়নস লীগ দিয়েই হিলালের জার্সিতে অভিষেক হতে পারে বার্সেলোনা-পিএসজির সাবেক এই তারকার।

ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর রয়েছে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের বাকি তিন প্রতিদ্বন্দ্বী ক্লাব ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইস্তিকলাল ও কাতারের আল দুহাইল। সর্বশেষ গত বছর ডিসেম্বরে ভারতে গিয়েছিলেন নেইমার। রেড বুলের নেইমার জুনিয়র ‘ফাইভ ওয়ার্ল্ড ফাইনাল’ কার্যক্রমের অংশ হিসেবে গোয়ায় গিয়েছিলেন তিনি। সেবার সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা কার্যক্রমেও অংশ নেন ব্রাজিলিয়ান সুপার স্টার।

এএফসি চ্যাম্পিয়নস লীগে সবচেয়ে সফল দল আল হিলাল । রেকর্ড চারবার এই আসরের শিরোপা জিতেছে তারা। সর্বশেষ দলবদলে নেইমার ছাড়াও মরক্কোর তারকা গোলকিপার ইয়াসিন বুনু, সেনেগালের কালিদু কুলিবালি ও সার্বিয়ান আলেক্সান্দার মিত্রোভিচকে দলে ভিড়িয়েছে তারা। এবারও শিরোপা জয়ে তারা ফেভারিট।