সঙ্গীতে নতুন ধারা চালু করতে চাই: হিজাবী সারা শুহাইরি
বিনোদন ডেস্ক
আরটিএনএন
কুয়ালালামপুর: চলতি মাসের সেপ্টেম্বরে মালয়েশিয়ার নতুন কণ্ঠশিল্পীদের রিয়েলিটি শো ‘Big Stage’ এর শীর্ষ পুরস্কার জয়ী ১৮ বছর বয়সী সারা শুহাইরি জানিয়েছেন যে, তিনি সঙ্গীতে একটি নতুন ধারা চালু করতে চান।
হিজাবী এই র্যাপ সঙ্গীত শিল্পী ইতোমধ্যেই ‘Big Stage’ এর একটি পর্বে মালয়েশিয়ার র্যাপ সঙ্গীত দল ‘K-Pop BlackPink’ এর বিখ্যাত গান ‘Ddu-Du Ddu-Du’ এর তালে অভিনয় করে মঞ্চ মাতিয়ে তুলেছেন।
সারা শুহাইরি বলেন, ‘আমি প্রচুর ইংরেজি গান শুনি এবং আমি এগুলোর সাথে কিছু র্যাপ সঙ্গীতের উপাদান মিলিয়ে আমার সঙ্গীতের নতুন ধারা নাইওয়া দান রাগা চালু করেছি।’
‘মালয়েশিয়ার প্রথম হিজাব পরিধানকারী র্যাপ সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার জন্য এটিই আমার প্রথম প্রচেষ্টা।’
‘এর পরে আমি আশা করছি যে, একটি পুরো হিপ-হপ এ্যালবাম এবং একক র্যাপ সঙ্গীত উপহার দিতে পারবো।’
সারা শুহাইরি’র নতুন সঙ্গীত ধারার মিউজিক ভিডিও ‘নাইওয়া দান রাগা’ বর্তমানে ইউটিউবে দেখতে পাওয়া যায় এবং অক্টোবরের ১৫ তারিখে প্রকাশিত হওয়ার পরে ইতোমধ্যেই দুই মিলিয়ন বার দেখা হয়।
সূত্রঃ এনএসটি ডট কম।