ভোলায় আ’লীগের পক্ষে ভোট চাইলেন ফেরদৌস-অপু


নিজস্ব প্রতিনিধি

আরটিএনএন

ভোলা: নৌকার প্রচারণা করতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভোলার লালমোহনে গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস।

শুক্রবার দুপুরে ফেরদৌস ও অপু বিশ্বাস ফরাজগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান। সেখানে রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ তাদের দেখার জন্য ভিড় করেন।

ফেরদাউস ও অপু বিশ্বাস নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান।

এ সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা। আমরা আছি নৌকার পক্ষে। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।