দুষ্ট লোকের মন্দ কথায় কান দিবেন না, আমি ঋণখেলাপি নই: ফারুক


নিজস্ব প্রতিবেদক

আরটিএনএন

ঢাকা: ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী বাংলা চলচ্চিত্রের অভিনেতা ফারুক বলেছেন, দুষ্ট লোকের মন্দ কথায় কান দিবেন না। আমি যদি ঋণ খেলাপি হই, তাহলে কিভাবে নির্বাচন করি? নির্বাচন কমিশন কি আকাশ থেকে পড়েছে? আমি ঋণখেলাপি না। কখনও ছিলাম না, এখনও নেই। আমার কাছে সব কাগজপত্র আছে। শত্রুতা ও ষড়যন্ত্র করে আমাকে দমানো যায় কিনা সেই চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুর ১২টায় বনানীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ফারুক।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দালিভ রহমান পার্থের বিপক্ষে নৌকা প্রতীকে লড়ছেন চিত্রনায়ক ফারুক। ফারুকের মনোনয়নপত্র বাতিলের জন্য ঋণখেলাপির অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

এদিকে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বুধবার পার্থর দায়ের করা এই আবেদনের ওপর শুনানি হবে। এ বিষয়ে পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমে জানান, ‘ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনও আদেশ হয়নি। পরে হলফনামায় বলেছেন ঋণ পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই। অর্থাৎ তিনি ঋণ খেলাপি।’

এ অভিযোগ অস্বীকার করে ফারুক বলেন, আমি ঋণখেলাপি না। কখনও ছিলাম না, এখনও নেই। শত্রুতা ও ষড়যন্ত্র করে আমাকে দমানো যায় কিনা এটা দেখা হচ্ছে। এরা অপশক্তি। এই অপশক্তি গোটা দেশটাকে ডুবিয়ে দিতে চায়। জাতিকে এই অপশক্তি বিভ্রান্ত করতে চাচ্ছে। আমার জনগণ জানে কে ভালো কে মন্দ।

নায়ক ফারুক বলেন, নেত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে আমাকে বলে দিয়েছেন, ১৮ বছর এই এলাকায় (ঢাকা-১৭ আসন, গুলশান, বনানী, ভাষানটেক, ক্যান্টমেন্ট) নৌকার মাঝি ছিল না। তুই হবি এখানকার নৌকার মাঝি। প্রতিটি মানুষকে নৌকা দিয়ে পার করবি তুই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার ঢাকা-১৭ আসনে প্রতিটি মানুষের মুখে যেন হাসি থাকে, মানুষ যেন ভালো থাকে সেই প্রচেষ্টা নিয়ে নতুন বছর শুরু করবো ইনশাল্লাহ। এজন্য দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই।