বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য শেষ হবে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: দক্ষিণ আফ্রিকার জোহাসেনবার্গে মঙ্গলবার শুরু হয়েছে ব্রিকসের তিনদিনব্যাপী ১৫তম সম্মেলন। সেখানে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্মেলন শুরুর দিনে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার কারণে সম্মেলনে সরাসরি উপস্থিত হতে পারেননি পুতিন। বিবিসি, সিএনএন।
সম্মেলন ঘিরে জোহানেসবার্গজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আতিথ্য দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ প্রায় ৫০ দেশের নেতাকে।
ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, ব্লকের সদস্যরা বাণিজ্যকে ডলার থেকে সরিয়ে জাতীয় মুদ্রায় পরিবর্তন করার বিষয়ে আলোচনা করবে। আর এতে মূল ভ‚মিকা পালন করবে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থনৈতিক সম্পর্কের ডি-ডলারাইজেশনের উদ্দেশ্যমূলক আর অপরিবর্তনীয় প্রক্রিয়াটি গতি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পুতিনের ডলার প্রত্যাখ্যানের প্রস্তাব সত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, একটি সাধারণ ব্রিকস ট্রেডিং কারেন্সি শুধু উদীয়মান দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার লক্ষ্যে চালু করা হবে। ‘আমরা জি-৭, জি-২০ অথবা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হতে চাই না। আমরা শুধু নিজেদের সংগঠিত করতে চাই বলে মন্তব্য করেন তিনি।
‘আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই’ বলে ব্রিকস শীর্ষ সম্মেলনে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আরও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলতে উদীয়মান অর্থনীতির ব্রিকস গ্রুপিং সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
বলেন, বৃহৎ শক্তির প্রতিযোগিতা অথবা ‘ব্লক দ্বন্দ্ব’ সৃষ্টি করার কোনো ইচ্ছা নেই চীনের। যেকোনো প্রতিরোধ সত্বেও ব্রিকসের সম্প্রসারণ চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘এই মুহূর্তে বিশ্বে আমাদের সময়ে ইতিহাসের পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে যা আগে কখনো হয়নি। মানবসমাজকে একটি জটিল সন্ধিক্ষণে নিয়ে যাচ্ছে।’
ব্রিকসের তিনদিনের শীর্ষ সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রগুলোতে আরও অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানানো হবে।
এদিকে ডলারের বিকল্প হিসাবে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ব্রিকসভুক্ত দেশগুলো। পরিকল্পনার অংশ হিসাবে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মুদ্রায় ঋণ দেওয়ার কথা জানিয়েছেন ব্রিকস নিয়ন্ত্রিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) প্রেসিডেন্ট দিলমা রুসেফ।
সম্প্রতি রুসেফ ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নতুন এই পরিকল্পনার কথা জানান। বলেন, ‘চলতি বছর আমাদের ৮ থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ স্থানীয় মুদ্রায় দিতে চাই।’
সাংহাইভিত্তিক ঋণদাতা দেশগুলোর প্রায় ১৫টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে পাঁচটি দেশকে সদস্য অন্তর্ভুক্তিতে অনুমোদন দেওয়ার কথা বিবেচনায় রাখা হয়েছে। যদিও কোন পাঁচ দেশ তা নিয়ে তিনি কিছু জানাননি।