নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮


আন্তর্জাতিক ডেস্ক

আরটিএনএন

ঢাকা: নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়েছে এবং নিখোঁজ রয়েছে কয়েক ডজন।

রোববার (১০ সেপ্টেম্বর) নাইজার নদীর তীরে এক শতাধিক যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পরে স্থানীয় সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে।

সোমবার দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, উত্তর সেন্ট্রাল নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

এর আগে রোববার সকালে নাইজার নদীতে যাত্রা শুরু করে নৌকাটি। যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু।

তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করেনি জরুরি পরিষেবার কর্মীরা। তারা তারা ধারণা করছে, অতিরিক্ত যাত্রীর জন্য দুর্ঘটনাটি হতে পারে।