সিরিয়ায় বিমান হামলার নির্দেশ দেয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
দামেস্ক: ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে, সিরিয়ার সামরিক অবস্থানে সাম্প্রতিক হামলার জন্য তিনি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন।
ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা অঞ্চলে ইহুদিবাদী সেনারা বিমান হামলা চালানোর পরপরই নেতানিয়াহু এই উস্কানিমূলক বক্তব্য দেন। বিমান হামলায় সিরিয়ার তিন সেনা নিহত ও সাতজন আহত হন।
ইসরাইল দাবি করছে- শনিবার শেষ বেলায় সিরিয়া থেকে দুটি রকেট দিয়ে ইসরাইলে হামলা হয়েছে; এর জবাবে ওই বিমান হামলা করা হয়। খবর পার্স টুডের।
নেতানিয়াহু বলেন, “আমাদের ভূখণ্ডে কোনো হামলা আমরা সহ্য করব না বরং আমাদের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেব।”
তিনি সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের অবস্থানেও হামলার হুমকি দিয়েছেন। তিনি দম্ভোক্তি করেন, যারা আমাদের আঘাত করার চেষ্টা করবে আমরা তাদেরকে নিকৃষ্টভাবে আঘাত করব।”
কুনেইত্রা হামলার কয়েক ঘণ্টা পর ইসরাইল হোমস প্রদেশের টি-৪ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় এক সেনা নিহত ও দুজন আহত হয়েছে।