নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ওয়েলিংটন: নিউজিল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। তবে এতে কোনো হাতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর সেখানে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে বাতিল করা হয়। খবর নিউজিল্যান্ড হেরাল্ড
রবিবার (১৬ জুন) ভোর ৪টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের তৌরঙ্গ শহর থেকে ৯২৯ কিলোমিটার দূরে কেরমাডেক দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প অনুভূত হয় বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের উৎসস্থল খুব গভীরে হওয়ায় ওই দ্বীপপুঞ্জে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি হয়। পরে সেই সতর্কতা বাতিল করা হয়।
প্যাসিফিক সুনামি ওর্য়ানিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০০ কিলোমিটার গভীরে। ফলে ৩০০ কিলোমিটার পরিধির মধ্যে সুনামি হতে পারে। সেই আশঙ্কা থেকেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
এই ৩০০ কিলোমিটারের মধ্যে পড়েছে নিউজিল্যান্ড, আমেরিকা সামোয়া, সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড।
সুনামি সতর্কতা বাতিল করা হলেও উপকূল এলাকা থেকে সবাইকে দূরে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেয়া হয়েছে।