জামিনের জন্য লাহোর হাইকোর্ট যাবেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অন্তঃবর্তীকালীন জামিনের জন্য শুক্রবার লাহোর হাইকোর্টে যাওয়ার কথা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ইমরান খানের বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি ইসলামাবাদ হাইকোর্টে আর চারটি লাহোর হাইকোর্টে। পিটিআই আইনজীবীদের পক্ষ থেকে লাহোর হাইকোর্টের মামলাগুলোতে অন্তঃবর্তীকালীন জামিনের জন্য আবেদন করা হয়েছে। সে সুবাদে আজ শুক্রবার আড়াইটার দিকে ইমরান খান লাহোর হাইকোর্টে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এ সময় দলীয় নেতারা তার সাথে থাকবেন।