কোথায় কিভাবে হারালেন চীনের প্রতিরক্ষামন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

আরটিএনএন

ঢাকা: জুন মাসের শেষের দিক থেকে দেখা যাচ্ছিল না চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। তার ঠিক এক মাসের মাথায় ২৫ জুলাই তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ওয়াং ই। এবার দু’সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে।

২৯ আগস্ট বেজিং চীন-আফ্রিকা শান্তি মঞ্চের এক অনুষ্ঠানে লি শাংফুকে শেষবারের মতো বক্তৃতা দিতে দেখা গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই।

এর আগে গত ১৫ আগস্ট রাশিয়ার রাজধানী মস্কোতে একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। এর দু’দিন পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করতে দেখা যায় তাকে।

এক কূটনৈতিক সূত্র বলছে, ৬৫ বছর বয়সী লি শাংফুকে গৃহবন্দি করা হয়েছে।

এদিকে জুলাই মাসেই প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সেনাবাহিনীর রকেট বিভাগের দুই শীর্ষ কর্মকর্তাকেও পদ থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে তাদেরও বেশ কিছু দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। ফলে এবার লি শাংফুকে নিয়ে আলোচনা তৈরি হওয়াটা একেবারে অযৌক্তিক নয় বলেই মনে করা হচ্ছে।

চলতি মাসের ৯ তারিখ প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীতে সংহতি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্টের ওই বার্তা এবং সেনাবাহিনীতে রদবদল আসলে একটি দুর্নীতিদমন অভিযানের অংশ। গত পাঁচ বছরে সেনাবাহিনী কী কী কিনেছে, তাতে কী ধরনের ‘চুক্তি’ হয়েছিল, কোনো তথ্য পাচার হয়েছে কি-না, এ সবই এখন আলোচনায়।

লি শাংফুয়ের ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার সাথে এর সম্পর্ক থাকতেও পারে বলে মনে করছেন অনেকে। ১৯৮২ সালে সেনাবাহিনীতে বাহিনীতে যোগ দিয়েছিলেন লি শাংফু। চলতি বছরে মার্চে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান।

আগাথা ক্রিস্টির একটি বিখ্যাত উপন্যাসের নাম ‘অ্যান্ড দেন দেয়ার ইজ নান’, যার অর্থ ‘এবং তারপর সেখানে আর কেউ নেই’। জাপানে যুক্তরাষ্ট্রের দূত রাহম ইমানুয়েল ওই উপন্যাসের কথা স্মরণ করিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘শি’র মন্ত্রিসভাটা ক্রমশ আগাথা ক্রিস্টির উপন্যাসের মতো হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন দেয়ার ইজনান।’