পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়ল


আন্তর্জাতিক ডেস্ক

আরটিএনএন

ঢাকা: পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। একটি সরকারি সূত্র দি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

দি নিউজের খবরে প্রকাশ, এ ব্যাপারে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সারসংক্ষেপ অনুমোদন করা হয়।

তার মেয়াদ এমন সময় বাড়ানো হলো যখন পাকিস্তান ইরান-আফগানিস্তান সীমান্তে সন্ত্রাস দমনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তাসহ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এর আগে গত ডিসেম্বরে গোয়েন্দা ব্যুরোর (আইবি) প্রধান ফুয়াদ আসাদুল্লাহর মেয়াদ তিন বছর বাড়িয়েছিলেন সদ্য-সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নাদিম আনজুম ২০২১ সালের ২০ নভেম্বর আইএসআই ডিজি হিসেবে ফাইজ হামিদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। নাদিম এর আগে পেশোয়ারের করপস কমান্ডার হিসেবে ছিলেন।

সূত্র : দি নিউজ