পাকিস্তানে ইমরানবিরোধী শিবিরে অনৈক্যের সুর!
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: নির্বাচনের আগ মুহুর্তে এসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য গঠিত জোটে অনৈক্যের সুর বেজেছে। প্রকাশ্যে জনসভায় জোট সঙ্গী পিএমএলএনের কড়া সমালোচনা করেছে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভূট্রো।
তিনি দাবি করেছেন ২০১৩ সালে তার দল পিপিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল শেহবাজ শরীফ নেতৃত্বাধীন পিএমএলএন। তারা এর পরিণতি পেয়েছে ২০১৮ সালের নির্বাচনে। একই সঙ্গে বিলাওয়াল ভুট্টো সাবধান করেছেন সবাইকে।
তিনি বলেছেন, কেউ যেন এটা মনে না করেন যে, পিপিপি একটিমাত্র প্রদেশের ভিতর সীমাবদ্ধ। তিনি একই সঙ্গে জাতীয় নির্বাচনের তারিখ ও শিউিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিইসি) মিটিং শেষ করে সাংবাদিকদের তিনি বলেন, পাঞ্জাবে বঞ্চিত মানুষের প্রতিনিধিত্বকারী (তার) দলটিকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল। বিদায়ী জোট সরকারের মিত্র পিপিপির এই নেতা আরও অভিযোগের তীর ছোড়েন।
বিলাওয়াল বলেন, পিপিপির জন্ম পাঞ্জাবে। এই দলের অবস্থান লাহোর, কোয়েটা, পেশোয়ার, করাচি সবখানে। বিগত জোট সরকারে থাকার বিষয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে তার ১৬ মাসের মেয়াদে জনগণকে দেখিয়েছেন যে তিনি কতটা প্রস্তুত। বলেন, তার দল যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দাবি করে। সদ্য বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর দেয়া সব অজুহাতকে কৌতুক হিসেবে দেখছেন বিলাওয়াল। তিনি বলেন, তারা লেভেল প্লেইং ফিল্ডের অভিযোগ করছেন। আসলে তা মাত্র একটি পার্টির জন্য।
তিনি বলেন, প্রত্যেকেই অবগত যে, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পাশা, সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী এবং একটি রাজনৈতিক দল ২০১৩ সালের নির্বাচনে কী কাজ করেছিল। ওই বছর অগণতান্ত্রিক উপায়ে পাঞ্জাব থেকে পিপিপিকে বহিষ্কার করা হয়েছিল। পরে ওই দলটি (পিএমএলএন) নিজেরাই পাঞ্জাবে ষড়যন্ত্রের ফল ভোগ করেছে।