মার্ভেল কমিকসের কিংবদন্তি লেখক স্ট্যান লি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের কিংবদন্তি কমিকস লেখক ও মার্ভেল কমিকসের প্রেসিডেন্ট স্ট্যান লি মারা গেছেন। জীবদ্দশায় তিনি স্পাইডারম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, আয়রনম্যানের মতো অজস্র কমিক চরিত্রের সৃষ্টি করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর।
সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে মৃত্যুবরণ করেন লি। তার পারিবারিক আইনজীবীর বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়। লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও চোখের অসুখে ভুগছিলেন। খবর রয়টার্স’র।
বিখ্যাত অডিও-ভিজ্যুয়াল ও চিত্রনির্মাতা প্রতিষ্ঠান পো এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শেন ডাফি লিকে অজস্র সব ‘চরিত্রের মহাজগৎ’ সৃষ্টির কারণে ‘পপ সংস্কৃতির জনক’ অভিধায় ভূষিত করেছেন। লিকে ডাফি বলেছেন, ‘সত্যিকারের একজন পথিকৃৎ, যার দ্বিতীয় তুলনা নেই।’
দুনিয়া কাঁপানো লেখক স্ট্যান লির মেয়ে জেসি লি তার বাবাকে ‘মহান ও অত্যন্ত সম্ভ্রান্ত’ বলে উল্লেখ করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘ভক্তদের কারণে তিনি ক্রমাগত সৃষ্টিশীল থাকার দায় অনুভব করতেন।’
লির মৃত্যুতে ওয়াল্ট ডিজনির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘লি নিজের মেধায় নিজেই এক সুপারহিরো। তার কল্পনাশক্তিকে ছাড়াতে পারে একটা জিনিস, আর সেটা হলো তার বিশাল হৃদয়।’
হলিউডের অজস্র কলাকুশলী, অভিনেতা ও হাজার হাজার ভক্ত মহান এই কমিকস লেখকের মৃত্যুতে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
১৯২২ সালে নিউইয়র্ক শহরের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় লির। সেই অবস্থা থেকে মেধা আর অধ্যাবসায়ের ফলে কালে কালে তিনি এগিয়ে যান সাফল্যের একেবারে চূড়ায়।