নওমুসলিমরা ইসলাম সম্পর্কে ভালো জানতে যে ১৮টি পুস্তক অধ্যয়ন করতে পারেন
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
ঢাকা: ইসলাম হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্মগুলোর মধ্যে অন্যতম। আর নও মুসলিমদের জন্য ইসলাম ধর্ম সম্পর্কে জানার সবচেয়ে বড় উৎস হচ্ছে আল কুরআন এবং হাদিস। এছাড়াও নও মুসলিমরা কিছু ইসলামি বিশেষজ্ঞের লিখিত বই অধ্যয়নের মাধ্যমেও ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন।
নিচে আরটিএনএনের পাঠকদের জন্য এমন কিছু বইয়ের তালিকা তুলে ধরা হলো:
প্রকৃত তথ্যভিত্তিক বই সমূহ
এই বইগুলো অধ্যয়ন করে একজন ইসলামের ইতিহাস, ধর্ম এবং ইসলামি সমাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
১। রেজা আসলানের লিখিত বই ‘NO GOD BUT GOD’
রেজা আসলানের লিখিত এই বইটিতে তিনি ইসলাম ধর্মের উৎপত্তি এবং ইতিহাস জুড়ে ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রভাব ছড়িয়ে পড়ার বিষয় অবতারণা করেছেন। তিনি একই সাথে ইসলাম ধর্মের ভবিষ্যৎ সম্পর্কেও আলোচনা করেছেন।
রেজা আসলানের লিখিত আরেকটি বই নও মুসলিমরা অধ্যয়ন করে দেখতে পারেন: ‘TABLET AND PEN: LITERARY LANDSCAPES FROM THE MODERN MIDDLE EAST’
২। সারি নুসেইবেহর লিখিত বই ‘THE STORY OF REASON IN ISLAM’
সারি নুসেইবেহর লিখিত বইটি অধ্যয়ন করে পাঠক ইসলাম ধর্মের আধ্যাত্মিক দিক সম্পর্কে জানতে পারবেন। তিনি একই সাথে ইসলামের আধ্যাত্মিকতার যৌক্তিকতা সম্পর্কেও বর্ণনা দিয়েছেন যাকে তিনি ব্যাখ্যা করেছেন- ‘সমস্যা সমূহের সমাধানের জন্য একটি পদ্ধতিগত এবং নিয়মানুগ উদ্যোগ।’
তার বই অধ্যয়ন করে পাঠক ইসলাম ধর্মের প্রাথমিক অনেক সিদ্ধান্ত এবং তার কারণ সমূহ সম্পর্কে অবগত হবেন।
৩। আকবার এস. আহমেদ এর লিখিত বই ‘JOURNEY INTO ISLAM’
বিশ্বব্যাপী বিভিন্ন সমাজের মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে থাকে যা একে একটি বৈচিত্র্যপূর্ণ ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর আকবার এস. আহমেদ বিশ্বের প্রধান তিন অঞ্চল: মধ্য প্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়ার মুসলিমদের নিয়ে গবেষণা করে তার ঐতিহাসিক বইটি লিখেছেন।
৪। খালেদ আবু আল ফাদল এর লিখিত বই ‘THE GREAT THEFT: WRESTLING ISLAM FROM THE EXTREMISTS’
আধুনিক মুসলিমদের চিন্তা চেতনায় কি বাস্তবতা বিদ্যমান? যখন অনেক ধরণের সংঘাত ময় প্রশ্ন থাকে তখন ঠিক কিভাবে উত্তর দেয়া উচিত? আর এমন ধরণের বেশ কয়েকটি প্রশ্ন এবং এর উত্তর পাওয়া যাবে খালেদ আবু আল ফাদল এর লিখিত বইটিতে। তিনি তার বইতে সমসাময়িক ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করেছেন।
৫। তামিম আনসারি এর লিখিত বই ‘DESTINY DISRUPTED’
এই ঐতিহাসিক বইটি পাঠককে অনেকটা উপন্যাসের সাধ দিবে। একই সাথে বইটি অধ্যয়ন করে পাঠক ইসলামের আবর্তন সম্পর্কে অবগত হবেন। আনসারি উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বের ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরা।
৬। জন এল. ইসপোসিতো এবং দালিয়া মোগাহেড লেখক দ্বয়ের লিখিত বই ‘WHO SPEAKS FOR ISLAM? WHAT A BILLION MUSLIMS REALLY THINK’
বিশ্বব্যাপী হাজার হাজার মুসলিমদের সাক্ষাতকারের উপর ভিত্তি করে বইটি রচনা করা হয়েছে। আর এই বইয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, মুসলিমদের সম্পর্কে ছড়িয়ে থাকা ভুল ধারণা সমূহের অপসারণের পাশাপাশি তাদের সম্পর্কে সত্যিকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরা। বইটিতে গণতন্ত্র, সন্ত্রাসবাদ, নারীবাদ এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিকদের মতামত ইত্যাদি তুলে ধরা হয়েছে।
৭। ওমিদ সাফির অনুদিত এবং সম্পাদিত বই ‘RADICAL LOVE: TEACHINGS FROM THE ISLAMIC MYSTICAL TRADITION’
ওমিদ সাফি তার বইতে ঐতিহ্যগত ইসলামিক মূল্যবোধ এবং মানুষের সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক আর ভালোবাসা সম্পর্কে অবতারণা করেছেন। তিনি তার বইতে পবিত্র কুরআন, আল্লামা রুমি এবং মুসলিম আধ্যাত্মিক গুরুদের বিষয় সম্পর্কে আলোচনা করেছেন।
৮। মুহাম্মদ আবদেল হালিম এর লিখিত বই ‘UNDERSTANDING THE QUR’AN: THEMES AND STYLE’
পবিত্র কুরআন বুজা ছাড়া ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান আরোহণ করা সম্ভব নয়। আর এই বিষয়টি আবদেল হালিম তার বইতে তুলে ধরেছেন। তিনি একই সাথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদক। তিনি তার বইতে পবিত্র কুরআনের ভাষা, মূল ভাব এবং এর গঠন সম্পর্কে আলোচনা করেছেন। আর এ বিষয় সমূহকে তিনি বর্তমানের ইসলাম চর্চার সাথে এক করে উপস্থাপন করেছেন।
স্মৃতি কথা এবং ব্যক্তিগত প্রবন্ধ সমূহ
৯। সাজ্জাদ শাহ, ইমান মাহোউই, আলা হামদান এবং ইয়াসমিন মোগাহেদের লিখিত বই ‘MUSLIMS OF THE WORLD’
বিশ্ব ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার মুসলিমের ব্যক্তিগত প্রবন্ধে ভরা এই সুন্দর বইটি। বইটির প্রতিটি গল্পই একেবারে অনন্য এবং তা বর্ণনা কারীদের ব্যক্তিগত উপলব্ধিতে ভরপুর। বইটিতে ইসলামের বিভিন্ন বিষয় যেমন হিজাব, দৈনন্দিন জীবন যাত্রা ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
১০। ইয়াসিমন আবদেল-মাগিড এর লিখিত বই ‘YASSMIN’S STORY’
বইটিতে লেখিকা তার ব্যক্তিগত জীবনের বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন। এই স্মৃতিকথা মূলক বইটিতে লেখিকা তার কর্মস্থল অস্ট্রেলিয়ান তেল ক্ষেত্রে কর্মরত থাকার সময়কার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে যেখানে তিনিই একমাত্র সুদানি-মিশরীয় বংশোদ্ভূত মুসলিম নারী হিসেবে কর্মরত ছিলেন।
১১। তামের ইলনোউরি এবং কেভিন মাউরের লিখিত বই ‘AMERICAN RADICAL’
প্রথমবারের মত কোনো বইতে যুক্তরাষ্ট্রের এফ.বি.আই এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তার জীবনী এবং একই সাথে তার সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরা হয়েছে। ইলনোউরি একজন মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের এফ.বি.আই তে কর্মরত থাকা কালীন তার পরিচালিত অত্যন্ত গোপনীয় কিছু মিশনের কথা তুলে ধরেন।
কল্পিত ইসলামিক বই সমূহ
এই সমস্ত বই সমূহ যদিও পুরোপুরি ইসলামিক বই নয় কিন্তু এগুলো একজন পাঠক কে ইসলাম ধর্ম এবং এর গুরুত্বপূর্ণ ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিবে।
১২। খালেদ হুসেইনি এর লিখিত বই ‘A THOUSAND SPLENDID SUNS’
বইটিতে মারিয়াম এবং লাইলা নামের দুজন তরুণীর কথা তুলে ধরা হয়েছে যারা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের কাবুল শহরে এসে এক হয়েছেন।
তাদের অভিজ্ঞতাই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে দেয়। বইটিতে তাদের দুজনের বন্ধুত্বের গভীরতা তুলে ধরা হয় এবং একই সাথে অনেক নাটকীয়তার সাথে তাদের জীবনের পট পরিবর্তনের কাহিনী সম্পর্কে বর্ণনা করা হয়।
১৩। রাজা আলসানেয়া এর লিখিত বই ‘GIRLS OF RIYADH’
এই উপন্যাসটিতে সৌদি আরবের চার জন বিত্তশালী নারীর বর্ণনা দেয়া হয়েছে যা আপনাকে বইটির প্রথম পাতার শুরু থেকেই মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে বাধ্য করবে। নারীদের জীবনের শিক্ষা এবং ঐতিহ্য তাদের সাংসারিক আর সঙ্কীর্ণতার মধ্যে আটকে থাকার কাহিনীর বর্ণনা পাওয়া যায়। রোমান্স প্রিয় যেকোনো পাঠকের নিকট বইটি সুখ পাঠ্য হবে।
১৪। আলা আল আসওয়ানি এর লিখিত হামপ্রি দাভিস এর অনুদিত বই ‘THE YACOUBIAN BUILDING’
আল আসওয়ানির ব্যাপক জনপ্রিয় এই উপন্যাসটির মূল কেন্দ্রবিন্দু আবর্তিত হয়েছে মিশরের কায়রো শহরে অবস্থিত ইয়াকোবিয়ান নামক একটি ভবন কে ঘিরে। বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ লোকজন যারা ভবনটিতে এসেছে এবং চলে গিয়েছে তাদের জীবনের পরিবর্তনশীল বাস্তবতার মাধ্যমে লেখক বিংশ শতাব্দীর মিশরের ইতিহাস তুলে ধরেছেন।
১৫। তারিক আলি এর লিখিত বই ‘THE ISLAM QUINTET’
তারিক আলির বইটি সজ্জিত করা হয়েছে মুসলিম বিশ্বের ঐতিহাসিক এবং ভূতাত্ত্বিক বিষয় সমূহে নিয়ে। ‘THE ISLAM QUINTET’ এই বইটি মূলত পাঁচটি বইয়ের একটি সিরিজ যাতে একই সাথে স্পেন, জেরুজালেম, ইস্তাম্বুল, সিসিলি এবং পাকিস্তানের মুসলিম ভূতত্ব তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক গল্প প্রেমীদের কাছে বইটি সুখপাঠ্য।
১৬। লাইলা হালাবে এর লিখিত বই ‘ONCE IN A PROMISED LAND’
বইটিতে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হামলার পরে জর্ডান থেকে আগত জাসিম এবং সালওয়া নামের দুজন অভিবাসীর গল্প তুলে ধরা হয়েছে। তারা শীঘ্রই বুজতে পেরেছেন যে, এখানে তাদের জীবন পুরোপুরি বিপথ সঙ্কুল। এতকিছু স্বত্বেও তারা একটি বিষয় গোপন রেখেছেন আর তা হচ্ছে তাদের প্রতি অযথাই বৈষম্য করা হচ্ছে।
সচিত্র ইসলামি বই সমূহ
১৭। মারজানে সাতরাপি এর লিখিত বই ‘CHICKEN WITH PLUMS’
মারজানে সাতরাপি ‘Persepolis’ নামক উপন্যাস লিখে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু তার ‘CHICKEN WITH PLUMS’ নামক বইটিও সমান ভাবে জনপ্রিয়। বইটিতে তার বড় চাচার জীবনী এবং সঙ্গীতের প্রতি তার ভালোবাসার বিষয়ে অবতারণা করা হয়েছে। বইটি খুবই সুন্দর সচিত্র বর্ণনায় গড়ে তোলা হয়েছে যা যেকোনো পাঠক কে আকৃষ্ট করবে।
১৮। সান্দো ব্রিকের লিখিত বই ‘AMERICAN QUR’AN’
বইটিতে আমেরিকান মানুষদের জীবন যাত্রার সাথে মিল রেখে ৪৭২টি সচিত্র বর্ণনার সাথে পবিত্র কুরআনের ইংরেজি অনুবাদ তুলে ধরা হয়েছে। এই সুন্দর বইটিতে শিল্পী পবিত্র কুরআনের প্রত্যেকটি শব্দকে বাস্তব জীবনের সাথে মিল রেখে বর্ণনা করেছেন।
সূত্র: বুকরায়ট ডট কম।